অবতক খবর,২১ নভেম্বর:  পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা ও ময়নাগুড়ি ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড টয়লেট ডে।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীকল্যান দফতরের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বুলুচিক বরাইক, জেলা শাসক শামা পারভিন, পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত, জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন,অতিরিক্ত জেলা শাসক তেজস্বী রানা, পুষ্পক রায়, এসডিও তমজিৎ চক্রবর্তী, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী সহ প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী বুলুচিক বরাইক।

পরবর্তীতে জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে পুরস্কার প্রদান করা হয়। ময়নাগুড়ি ব্লকের ১৪টি আইসিডিএস সেন্টারের টয়লেট উদ্বোধন করেন জেলা শাসক। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ব্লককে এদিন পুরস্কার প্রদান করা হয়।