অবতক খবর,১২ জুলাই: দুদিন আগে ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে সাংসদ অর্জুন সিং-এর কনভয় থামিয়ে গ্ৰেপ্তার করা হয় বিট্টু জয়সওয়ালকে। সূত্রের খবর, হালিশহর বোলদেঘাটার ঘটনায় মূল চক্রান্তকারী বিট্টু জয়সওয়াল। আর সেই কারণেই পুলিশ এদিন সাংসদের কনভয় থেকে গ্ৰেপ্তার করে তাকে। তার গ্ৰেপ্তারীর সময় সাংসদ অর্জুন সিং এবং পুলিশ অধিকারীদের মধ্যে বচসা হয়।
অবশেষে জেল হাজতে নিয়ে যাওয়া হয় বিট্টু জয়সওয়ালকে। কিন্তু গ্ৰেপ্তারীর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রেহাই পান বিট্টু জয়সওয়াল। গতকাল অর্থাৎ ১১ জুলাই বিকেলে ছাড়া পান তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিট্টু জয়সওয়াল জানান, ‘পুলিশ দলদাস হয়ে কাজ করছে। তারা শাসক দলের হাতের পুতুল। কিন্তু এইভাবে এই রাজ্যে গেরুয়া প্রবাহকে আটকানো সম্ভব নয়। এইভাবে বিজেপিকে কোনঠাসা করা যাবে না। এর ফলাফল আগামী নির্বাচনেই বোঝা যাবে।’