অবতক খবর,২৮ জানুয়ারি: স্কুলের ঘন্টার আওয়াজ আর শুনতে পায়না পড়ুয়ারা। ঘরে থাকতে থাকতে এসে গেছে একঘেয়েমী, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে পড়াশোনার সঠিক মূল্যায়ন হচ্ছে না।

অন্যদিকে মেলা খেলা যখন হচ্ছে, তাহলে কেন বন্ধ থাকবে স্কুল? এই প্রশ্ন তুলে শীতের সকালে দুর্গাপুরের প্রানকেন্দ্র সিটি সেন্টারে রাস্তায় পড়ুয়াদের একটি দল প্ল্যাকার্ড হাতে। সাথে শিক্ষক শিক্ষিকারা ও দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখার্জি । বার্তা ছিল ট্রাফিক আইন মেনে চলুন, মাক্স পড়ুন, কোভিড বিধি মেনে চলুন, আর সাথে এই পড়ুয়াদের বার্তা ছিল অবিলম্বে খোলা হোক স্কুল।শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে আসানসোল দুর্গাপুর পুলিশের ট্রাফিক পুলিশকে সাথে নিয়ে অবিনব এই কর্মকান্ডে নামলো শহরের বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা।

সব মিলিয়ে দুর্গাপুরের পড়ুয়াদের এই কর্মকান্ড কি আদৌ পৌঁছবে সরকারী স্তরে, না সেই চেনা রাজনীতির অলিন্দে আটকে যাবে পড়ুয়াদের এই বার্তা এই প্রশ্নের উত্তর একমাত্র সময়ই দিতে পারে।