অবতক খবর,২৯ জুনঃ জোর কদমে চলছে মায়াপুর ইসকনের রথের শেষবেলার প্রস্তুতি। গত দুই বৎসর করোনা আতঙ্ক কাটিয়ে লাখো লাখো ভক্ত মেতে উঠবে ইসকনের রথের। রথের চাকায় রঙের প্রলেপ লাগানো ইতিমধ্যেই শেষ।
সেই মাহেন্দ্রক্ষনের অপেক্ষায় ভক্তরা। কখন টান পড়বে জগন্নাথ দেবের রথের রশিতে। ইতিমধ্যেই মায়াপুর ইসকন থেকে তিনটি পৃথক রথ রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হল। শুক্রবার দুপুরের পর গৃহবন্দী অবস্থা কাটিয়ে রাজ বেশে রাজ রথে করে ভক্তদের মধ্যে অবতীর্ণ হবেন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী। রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক রথ আসবে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে।