অবতক খবর,১৫ জুন: জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শ্যামনগর রাহুতার মন্ডল পাড়ায়। দখলের উদ্দেশ্যে ফাঁকা পড়ে থাকা জমির বেশ কয়েক কাঠা বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতী তান্ডবে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাগর পাত্র ও তার স্ত্রী আলোকা পাত্র।
আক্রান্ত গৃহবধূ অলোকা পাত্রের অভিযোগ, সোমবার সন্ধেয় তিনি গির্জায় প্রার্থনা করছিলেন। সেইসময় কিছ দুষ্কৃতী এসে তাকে মারধোর করে। এমনকি জঙ্গলের দিকে তাকে টেনে নিয়ে যাবারও চেষ্টা করে। ঠেকাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে স্বামীও আক্রান্ত হন। অলোকা দেবীর অভিযোগ, পাড়ার মোড়ল কানাই মন্ডলের নেতৃত্বে জমি দখল নেবার চেষ্টা করা হচ্ছে। ভয় দেখিয়ে এলাকা ছাড়া করে ওরা জমির দখল নিতে চাইছে।
মঙ্গলবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন অলোকা দেবীর স্বামী সাগর পাত্র। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। যদিও কানাই মন্ডলের দাবি, ওদের অভিযোগ ভিত্তিহীন। তার বিরুদ্ধে জমি দখল নেবার অভিযোগ মিথ্যা। তার বদনাম করার জন্য এসব রটানো হচ্ছে।