দিল্লীতে আপের কাছে গোহারা পরাজিত বিজেপি। তারপরেই একলাফে বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের দাম। তার বৃদ্ধি হল ১৪৮ টাকা। এখন গেরস্থ ঘরে প্রায় ৯০০ টাকা দিয়ে কিনতে হবে গ্যাস সিলিন্ডার। জ্বালানির দাম বাড়ল,তাতে আমাদের কি ক্ষতি বা লাভ হল?
জ্বালানি
-তমাল সাহা
জ্বালানির দাম বাড়ছে বলে
তুমি মনে করো না
কমে যাবে অগ্নিদহন।
দাম বাড়লে চাহিদা কমে,
অর্থনীতির এই নিয়ম ভেঙে
আমরা আরও বেশি অগ্নিপ্রবণ।
মানুষ নিজেই দাহ্য বস্তু,
তাহলেও জ্বালাতে সে জানে,
বিস্তৃত করতে পারে হুতাশন।
শুধু এই কারণেই
ভূপৃষ্ঠে মানুষের আগমন।
পৃথিবীতে মানুষের
প্রথম আবিষ্কার আগুন।
জ্বালানির দাম বৃদ্ধিতে কি
আগুনের উত্তাপ হ্রাস পায়?
খান্ডব দাহন,লঙ্কা দহন
কি বলছে তোমায়?
আছে দুটি অপশন
বেছে নাও জনগণ।
বলো, তুমি কি করবে?
রাষ্ট্র দাম বাড়াবেই বাড়াবে
তুমি কাঁদবে না লড়বে?