নিজস্ব সংবাদদাতাত :: অবতক খবর :: শিলিগুড়ি ::    সম্প্রতি চিকিৎসার গাফিলতিতে ২৬ বছর বয়সী এক ফুটবল খেলোয়াড় জয় মাহাতোর অকাল মৃত্যু ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, ফুটবল খেলতে গিয়ে সে বুকে ব্যথা পায়, ব্যাথা বাড়তেই তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসক কর্মীরা চিকিৎসা করতে মানা করে দেয় এবং কোরোনা টেস্ট করতে বলে, এমটাই অভিযোগ করছিল মৃত ব্যাক্তির কাকা।

মঙ্গলবার জার্নালিস্ট ক্লাবের সামনে ফুলটবল খেলোয়াড়দের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয়। চিকিৎসার গাফিলতিতে এর আগে অনেকে প্রাণ হারিয়েছে। তারা জয় মহাতর এভাবে অকাল প্রয়ানের ফলে চিকিৎসকদের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে।