অবতক খবর,২১ মেঃ আজ দুপুরের ঝড়ে ভেঙে পড়ল হালিশহর শশ্মান ঘাটের ইলেকট্রিক চুল্লির চিমনি। উল্লেখ্য, হালিশহর শ্মশান ঘাটে দুটি চুল্লি রয়েছে। যার মধ্যে একটি চুল্লি আগেই বিকল হয়ে পড়েছিল। এবার দ্বিতীয়টির চিমনিও ঝড়ে ভেঙে পড়ল। ফলত, এই দুটির মধ্যে যেকোনো একটি মেরামত না হলে বিজপুর তথা আশেপাশে অঞ্চলের মানুষের দাহকার্য এই শশ্মানে করা যাবে না।
তবে এই প্রাকৃতিক দুর্যোগেও হালিশহর পৌরসভার কর্মীরা ওই চুল্লির চিমনি মেরামতের কাজে নেমে পড়েছেন বলে আমাদের জানিয়েছেন হালিশহর পৌরসভার উপ পৌর প্রধান শুভঙ্কর ঘোষ।
অন্যদিকে ঘটনাস্থলে রয়েছেন হালিশহর পৌরসভার সিআইসি হিমানিশ ভট্টাচার্য্য। তিনি এই প্রাকৃতিক দুর্যোগেও দাঁড়িয়ে থেকে সমস্ত কাজের তদারকি করছেন। তারা যুদ্ধকালীন তৎপরতায় ওই চুল্লির চিমনি মেরামতের চেষ্টা চালাচ্ছেন যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন।