অবতক খবর,২৮ মার্চ,অভিষেক দাস,মালদা:- ঝাঁ চকচকে মালদা টাউন স্টেশন রীতিমতো এয়ারপোর্টের আদলে সাজিয়ে তোলা হয়েছে মালদা টাউন স্টেশনকে। প্রথম দফায় ৯০ শতাংশ কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ। বাইরে থেকে আসা যাত্রীরা মালদা টাউনের এমন পরিকাঠামো উন্নয়ন দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন। এক্সিকিউটিভ লঞ্চ থেকে শুরু করে চলমান সিঁড়ি, লিফট, এসি এবং সাধারণ যাত্রীদের জন্য বিলাসবহুল বিশ্রামাগার , আধুনিক শৌচাগার থেকে শুরু করে কি নেই মালদা টাউন স্টেশনে।
সাজ সজ্জায় রীতিমতো বড় বড় হোটেলের আধুনিকরণকেও হার মানিয়েছে মালদা টাউন স্টেশনের এই সৌন্দর্য । যা রীতিমতো যাত্রী থেকে সাধারণ মানুষের মুখে মুখে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মালদা ডিভিশন সূত্রে জানা গিয়েছে, রেল মন্ত্রকের অমৃত ভারত মিশন প্রকল্পের মালদা টাউন স্টেশনকে সাজিয়ে তোলার মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় ৪৬ কোটি টাকা ব্যয়ে মালদা টাউন স্টেশনের প্রথম পর্যায়ে আধুনিকরণের কাজ চলছে। এই কাজ প্রায় শেষের দিকে।
মালদা টাউন স্টেশনের আটটি প্লাটফর্মের মধ্যে অধিকাংশ প্ল্যাটফর্মকেই নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। স্টেশনে ঢোকার প্রবেশদ্বারটিও রীতিমতো এয়ারপোর্টের মতোই গড়ে তোলা হয়েছে। রাতের রংবেরঙের আলোক সজ্জায় রীতিমতো ঝা চকচকে হয়ে উঠেছে মালদা টাউন স্টেশন।
পূর্ব রেলের মালদার ডিআরএম মনিশ কুমার গুপ্ত জানিয়েছেন, অমৃত ভারত মিশন প্রকল্পের মাধ্যমেই রেল মন্ত্রক থেকে মালদা টাউন স্টেশনকে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়। ইতিমধ্যে ৯০ শতাংশ পরিকাঠামো উন্নয়নের কাজ হয়ে গিয়েছে। এক থেকে দেড় মাসের মধ্যে মালদা টাউন স্টেশনকে নবরূপে সাজানোর কাজ সম্পূর্ণ করে ফেলা হবে।