অবতক খবর :: ঝাড়গ্রাম :: গোপন সূত্রে খবর পেয়ে কয়েক একর পোস্ত চাষের জমিতে হানা দিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি।পোস্ত গাছ ভেঙে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয় জেলাশাসকের নেতৃত্বে । জেলা শাসক ও জেলার আবগারি দফতরের উদ্যোগে চলে এই অভিযান।
ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের কংসাবতী নদীর তীরে সাতপাটি ও আমঝুঁকি গ্রামে কয়েক একর জমিতে বেআইনি পোস্ত চাষ হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রামের জেলাশাসক সেখানে হানা দেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেআইনি ভাবে চাষ হওয়া পোস্তর বাজার মূল্য আনুমানিক ৩০-৩৪ কোটি টাকা।
এদিন দুপুরে জেলাশাসক আয়েশা রানি বিশাল পুলিশবাহিনী নিয়ে এলাকায় পৌঁছন। সঙ্গে ছিলেন আবগারি দফতরের আধিকারিক এবং ভূমিরাজস্ব দফতরের আধিকারিকরা । তারপর একে একে পুরো এলাকার বেআইনি পোস্ত গাছ নিজে দাঁড়িয়ে থেকে নষ্ট করেন জেলাশাসক। এবং আবগারি দফতরের আধিকারিকদের নির্দেশ দেন গাছগুলি পুড়িয়ে দেয়ার জন্য।