কার্তিক গুহ :: অবতক খবর :: ২০ নভেম্বর :: ঝাড়গ্রাম ::   উত্‍সাহ উদ্দীপনার মধ্য দিয়ে অখন্ড ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় পালিত হল পৌড়া অষ্টমী।কারো কাছে এটা “পঢ়ুঁয়া অষ্টমী”। আবার কারো কাছে “পোড়া অষ্টমী” বা “প্রথমা অষ্টমী”।

দক্ষিণ-পশ্চিম সীমান্ত বাংলার অন্যতম সামাজিক ও পারিবারিক উত্‍সব এই “পৌড়া অষ্টমী”। রাসযাত্রার ঠিক পরের অষ্টমীতে পালিত হয় এই উত্‍সব। পিতামাতার প্রথম সন্তান বা জ্যেষ্ঠ সন্তানের মঙ্গল কামনায় এই উত্‍সব। এই উত্‍সবে পুত্র বা কন্যা কোন বাছবিচার নেই। প্রথম সন্তান সে ছেলেই হোক বা মেয়ে সবার এতে সমান অধিকার।

এই অনুষ্ঠানে মামা বাড়ি থেকে নতুন পোষাক, চন্দন, ধান, দূর্বা, ফুল আসে। নিয়ে আসেন মামারবাড়ির কেউ। আবার নিজের বাড়িতেও কেনা হয় নতুন জামাকাপড়। বাড়ির উঠোনে তুলসি তলার কাছাকাছি মায়েরা সন্তানের মঙ্গলের জন্য কলাপাতায় বড়ি বসান। যার অষ্টমী তিনি এদিন হলুদ ও গঁধাউলার(আবাটা) মিশ্রণ গায়ে মেখে চান করার পর নতুন বস্ত্র, নতুন রেশম পরিধান করে করেন। তারপর তার কপালে মঙ্গল টীকা পরিয়ে দেন মা সহ বাড়ির বড়রা।