অবতক খবর,১৯ আগস্ট: ঝুলন যাত্রা মানে ছোটদের মনে একটা উৎসাহ। রাধাকৃষ্ণের পুজো এবারে বহরমপুরে ইন্দ্রপ্রস্থ এলাকায় লালবাড়ি ঝুলন যাত্রায় এক অভিনব জিনিস লক্ষ্য করা গেল।
যেহেতু করোনা আবহে গোটা বিশ্বে আতঙ্কিত মানুষ স্বাস্থ্য দপ্তরের নির্দেশে সকলকে পড়তে হচ্ছে মাস্ক ও ব্যবহৃত হচ্ছে স্যানিটাইজার।
করোনার হাত থেকে বাঁচতে এই দুটি জিনিসের গুরুত্ব জরুরী।
তাই যারা ঝুলন পূর্ণিমা পুতুল সাজিয়েছেন, তারা জানালেন, করোনার কারণে মানুষকে সচেতন করতে পুতুলের মুখে মাস্ক পড়ানো হয়েছে। যাতে মানুষ বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করেন।
সেই সঙ্গে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে, তবেই করোনা থেকে মুক্তি পাবে গোটা পৃথিবী।