অবতক খবর , শিলিগুড়ি : ১০ হাজার টাকা নিয়ে এক ছাত্রীকে পরীক্ষায় পাশ করানোর প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠলো শিলিগুড়ি কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে। ওই ছাত্রী এবং অভিযুক্ত অধ্যাপকের একটি অডিও ক্লিপ ঘিরে প্রাথমিকভাবে এই অভিযোগ ওঠে। এরপর শুক্রবার বিকেলে শিলিগুড়ি কলেজের ওই অধ্যাপকের বিরুদ্ধে ই-মেইল মারফৎ অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী। অভিযোগ পাওয়ার পর বিষয়টি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ।
অন্যদিকে, বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ কুমার সরকার জানিয়েছেন অভিযোগ গুরুত্ব সহকারে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মাটিগাড়া থানায় শনিবার অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
অভিযোগকারী ছাত্রীর নাম নিশা পাসওয়ান। ওই ছাত্রী শিলিগুড়ি কলেজের ক্যাজুয়াল ক্যান্ডিডেট বলে জানা গিয়েছে। তবে অভিযোগকারী ছাত্রীর সঙ্গেও কোনভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অপরদিকে, অভিযুক্ত অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানিয়েছেন এই ধরণের কোন ঘটনার সঙ্গে তিনি কোনভাবেই যুক্ত নন। ব্যক্তিগতভাবে তাকে কালিমালিপ্ত করার জন্যই এই ধরণের ষড়যন্ত্র করা হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত অধ্যাপক। এমনকি অভিযোগকারী ছাত্রীর সঙ্গে তার কোন পরিচয় নেই বলেও দাবী করেছেন তিনি।
এই বিষয়ে শিলিগুড়ি কলেজের পরিচালন কমিটির সভাপতি জয়ন্ত কর জানান, বিষয়টি নিয়ে আগামী ১৪ ই সেপ্টেম্বর কলেজের জেনারেল বডির মিটিং-এ ১১ নম্বর এজেন্ডা হিসেবে বিষয়টি উত্থাপন করা হবে। সেখানেই ছাত্রীর অভিযোগ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে, কলেজের সম্মানের স্বার্থে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন জয়ন্ত কর।
অন্যদিকে, বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই আসরে নেমেছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীর উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার। এই ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরও কে কে যুক্ত আছে, তা খতিয়ে দেখার জন্যও দাবী জানিয়েছেন রঞ্জন সরকার। এই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদও আন্দোলনে নামবে বলে ইঙ্গিত দিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি।