অবতক খবর,২৩ নভেম্বরঃ টাকা দিতে রাজি না হওয়ায় একমাত্র ছেলের বেধড়ক মারে গুরুতর আহত বাবা। এছাড়াও ঘরে রাখা নগদ অর্থসহ জমির দলিল লুটপাট করে পলাতক অভিযুক্ত ছেলে। ঘটনাটি নদীয়ার শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের উত্তর পাড়া এলাকার। অভিযোগকারী বাবা শ্যামল ঘোষের অভিযোগ হঠাৎ ছেলে বাড়িতে ঢুকে তার ঠাকুমার কাছে টাকার দাবি করে, ঠাকুমা দিতে রাজি না হওয়ায় ঠাকুমাকে মারধর করতে যায় তার ছেলে। প্রতিবাদ করে বাবা শ্যামল ঘোষ, তখনই সামনে রাখা একটি আস্ত ইট দিয়ে ছেলে রাকেশ ঘোষ বাবার মাথায় আঘাত করে।
ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে বাবা শ্যামল ঘোষ, সেখানেও শ্যামল ঘোষের শরীরের বিভিন্ন অংশে লাথি মারে ছেলে রাকেশ ঘোষ। তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে, সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় আক্রান্ত শ্যামল ঘোষের। হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এসে দেখে ঘরের বাক্সতে রাখা নগদ টাকা এবং জমির দলিল, কাসার বাসনপত্র লুটপাট করে বাড়ি ছেড়ে পলাতক হয়ে যায় ছেলে। তারপর থেকে অভিযুক্ত ছেলের কোন হদিস পাইনি বাবা শ্যামল ঘোষ।
এই ঘটনায় আজ শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত শ্যামল ঘোষ এছাড়াও অভিযুক্ত ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। যদিও আক্রান্ত শ্যামল ঘোষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে বিভিন্ন নেশায় আসত্ত ছেলে রাকেশ ঘোষ, এমনটাই অভিযোগ করেন বাবা শ্যামল ঘোষ।