অবতক খবর,৩০ নভেম্বর,ময়না,পূর্ব মেদিনীপুর: রাজ্য জুড়ে চলছে সাইবার হানা। প্রতিনিয়ত প্রতারণার শিখার হচ্ছেন প্রচুর মানুষ। ভুড়ি ভুড়ি মামলা হচ্ছে বিভিন্ন থানায়। এবার সেই তদন্তকারীদের ঘরেই হানা। এক সময় সারদা, রোজভ্যালির সহ নানা ভুঁইফোড় সংস্থা টাকা ডবলের করার প্রস্তাব দিয়েছিল তার জেরে হাজারো মানুষ প্রতারণার শিকার হয়েছেন। কিন্তু এত দিন কেটে গেলেও কোনো ভাবে মানুষ সচেতনতা হতেই পারছেন না। এবার টাকা ডবল করে দেওয়া টোপ দিয়ে পুলিশ কর্মীর সাথে ১ কোটি ২০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে উঠলো।
এর জেরে গ্রেপ্তার ২ জন। জানা যাচ্ছে, ১০০ টাকাকে ২০০ টাকা করে দেওয়ার লোভ দেখিয়ে ময়না থানার এক পুলিশ কর্মীর কাছ থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা প্রতারণার শিখার হলেন। অভিযোগে দু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ময়না থানার পুলিশ। ধৃতের নাম সমীরণ প্রামাণিক কাঁথি মহকুমার খেজুরির পশ্চিম ভাঙনমারি এলাকায় ও অপরজন হলো তুষার বৈরাগীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকায়। দুজনকে মঙ্গলবার রাতে ময়নার রাসের মেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার তমলুক আদালত ধৃতদের শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে। “এই বিষয়ে তমলুকের এসডিপিও সাকিব আহমেদ বলেন, প্রতারকরা টাকা ডবল করে দেওয়ার লোভ দেখিয়ে প্রচুর টাকা হাতিয়ে নেয়। প্রতারিত পুলিশ কর্মীর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়। “যদিও ধৃতদের জামিন প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের চিপ এল এ ডিসিএস সমীরণ অধিকারী বলেন, আমরা আসামী পক্ষের হয়ে জামিনের আবেদন করেছিলাম। পুলিশ দুজনকে ১০ দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করে।
কিন্তু বেশ কিছু অসঙ্গতির কারণে আদালত পুলিশ হেফাজতের আবেদন খারিজ করে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত স্বাপেক্ষে অন্তর্বতী জামিন মঞ্জুর করে। এক সপ্তাহের মধ্যে দুজনকে আইওর সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন বিচারক।”