অবতক খবর ,শিব শংকর চ্যাটার্জি ,বালুরঘাট :- দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের কোয়েল এলাকায় প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধ ভাবে টাঙ্গন নদীতে চলছে মাছ শিকার।অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকার কিছু অসাধু মৎস্য ব্যবসায়ীরা, অধিক মুনাফা লাভের আশায় টাঙ্গন নদীতে সুতি ফাঁদ বসিয়ে নদীর জলের প্রবাহমান জল সম্পূর্ণরূপে আটকে দিয়ে অবাধে মাছ শিকার করে চলেছে।
এই শুতি জালের ফাঁক থেকে বাদ যায় না নদীর ছোট-বড় কোন মাছই। নদীর সমস্ত মাছ একসাথে ছেকে ধরে নেওয়ার ফলে নদীতে মাছের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি টাঙ্গন নদীর স্বাভাবিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে। অবৈধ পদ্ধতিতে নদীতে মাছ ধরার বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী থেকে শুরু করে বুনিয়াদপুরের পরিবেশবিদদের মধ্যে।
অবিলম্বে টাঙ্গন নদীতে অসাধু পদ্ধতিতে সুতি ফাঁদ বসিয়ে মাছ ধরা বন্ধ করতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বুনিয়াদপুরের সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জন।