অবতক খবর,২০ সেপ্টেম্বর: টানা বর্ষণের জেরে জলমগ্ন পানিহাটির বিভিন্ন অঞ্চলসহ বিটি রোড। হাঁটু জল পার করেই চলছে সাধারণ মানুষের জীবনযাত্রা।
জল থেকে বেরিয়ে আসা এক পথচারী জানালেন, পানিহাটি অঞ্চল বছরের ছ’মাস থাকে জলমগ্ন, আর এই বর্ষণে তো জলমগ্নতা বাড়বেই। বিষয়টি সম্পর্কে প্রশাসনের কোন হেলদোল নেই।
এই প্রসঙ্গে পানিহাটি পৌরসভার উপ মুখ্য প্রশাসক সোমনাথ দে জানালেন চারিদিকে যেভাবে বর্ষণ হচ্ছে ফলে গঙ্গার জল বেড়েছে অনেকটাই সে কারণেই জল নামতে কিছুটা সময় লাগছে। যদি বর্ষণ থেমে যায় তাহলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে পানিহাটি জলমগ্নতা কেটে যাবে বলে জানালেন তিনি। পানিহাটির মানুষকে জলমগ্নতা থেকে রেহাই দিতে পৌরসভা ও ইরিগেশন ডিপার্টমেন্টের উদ্যোগে বেশ কয়েকটি পাম্প চালানো হচ্ছে পৌরসভা অঞ্চলের বিভিন্ন প্রান্তে।