অবতক খবর , সংবাদদাতা :: উত্তর ২৪ পরগনা কে ক্যান্টাইনমেন্ট জোন আগেই ঘোষণা করেছে স্বাস্থা দফতর। এবার এই জোনে আরো এক করোনার রুগীর হাদিস মিললো। উত্তর ২৪ পরগনার বারাকপুর শিল্পাঞ্চলের এবার করোনায় আক্রান্ত হলেন এক গৃহবধূ। ২৫ বছর বয়সী ওই গৃহবধূর বাড়ি টিটাগড় থানার অন্তর্গত বাঁশবাগান অঞ্চলে ।তার করোনা রিপোর্ট পজিটিভ আসতেই হৈ চৈ পড়েগেছে এলাকা জুড়ে। তবে ওই গৃহবধূর সম্প্রতি কোন বিদেশ যোগ বা ভিন রাজ্যে যাওয়ার ইতিহাস নেই। তিনি বাড়িতেই থাকতেন। গত তিনদিন ধরে তিনি জ্বর, সর্দি কাশির সমস্যায় ভুগছিলেন।
বুধবার খড়দহের বলরাম সেবা মন্দির রাজ্য সাধারন হাসপাতালে ওই গৃহবধূর করোনা পরীক্ষা করা হয়। সেই রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে জানা যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। ওই গৃহবধূকে প্রশাসনের পক্ষ থেকে রাতেই কলকাতায় করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে করোনা প্রভাবিত টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঁশ বাগান এলাকার রাস্তা ব্যারিকেড দিয়ে সিল করে দিয়েছে প্রশাসন।বৃহস্পতিবার বারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং টিটাগড় পুরসভার পুরপ্রধান প্রশান্ত চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। টিটাগড় পুরসভার পুরপ্রধান প্রশান্ত চৌধুরী বলেন, “আমরা বুঝতে পারছি না কিভাবে ওই গৃহবধূর করোনা পজিটিভ হলেন। উনি বাড়িতেই সবসময় থাকেন। বাইরে কোথাও যাননি। উনার সংস্পর্শে আসা ব্যাক্তিদের ও আত্মীয়দের কোয়ারেন্টাইনে পাঠানো হবে।”