অবতাক সংবাদদাতা :- টিটাগর পৌরসভার 10 নম্বর ওয়ার্ড মন্দির পাড়া এলাকায় ,দলীয় তৃণমূল কংগ্রেস কার্যালয় এর সামনে বসেছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। হঠাৎই কিছু দুষ্কৃতী বোম ও পিস্তল নিয়ে তৃণমূল কর্মীদের ওপর চরাও হয় বলে অভিযোগ। প্রতক্ষদর্শীদের অনুযায়ী দুষ্কৃতীরা ৬ থেকে ৭ টি বোমা ছোড়ে। বোমার আঘাতে এলাকার স্থানীয় এক বৃদ্ধা মহিলা আহত হন।
ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ ও টিটাগর থানার বিশালপুলিশ বাহিনী। বিজেপির দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ তৃণমূলের। তবে এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।