টুপি/তমাল সাহা
টুপি নিয়ে অনেক কথা বলা যায়।
টুপির সৃষ্টি,তার কারণ এক দীর্ঘ ইতিহাস।
ধর্ম-জাত অনুযায়ী টুপি বিভিন্ন প্রকার
কিন্তু টুপির নিজস্ব কোনো জাত-ধর্ম নেই।
সবধরনের মাথাকেই টুপি আশ্রয় দেয়।
গান্ধীজি নিজে কোনোদিন টুপি পরেন নি কিন্তু গান্ধীবাদীরা টুপি পরেন এবং
সেই টুপির নাম দিয়েছেন গান্ধী টুপি।
গান্ধীজি এক সাক্ষাৎকারে
বলেছিলেন, আমি কোনোদিন টুপি পরিনি, কাউকে পরতেও বলিনি।তবুও ওরা কেন পরে তা ওরাই জানে!
তিনি এও বলেছিলেন, ওরা টুপি পরার অভ্যেস ও কায়দা রপ্ত করেছে,
খুব সম্ভবত ওরাই পরে
মানুষকে টুপি পরাবে।
ভারতীয় টাকায় নিজের ছবি
সম্বন্ধে তিনি বলেছিলেন,
এই টাকা ঘুষ নিয়ে ওরা প্রমাণ করতে চাইবে, এতে কোনো পাপ নেই। কারণ–
এতে গান্ধীজির মুখের জলছাপ রয়েছে।
কেউ কোনোদিন গান্ধীজিকে
রাগতে দেখেন নি কিন্তু সেদিন
তিনি এতোই উত্তেজিত,
তিনি বলেছিলেন, আসলে
এরা হলো…
বলতে বলতে নিজেকে সামলে নেন।
আসলে সেদিন
তিনি যা বলতে চেয়েছিলেন
তা হলো–
এরা হলো টুপিবাজ।
জনগণকে টুপি পরিয়ে
আমৃত্যু কামাই করে যাবে।