অবতক খবর, নয়া দিল্লীঃ জয় ভগবান গোয়েল রচিত  ‘টু ডেজ শিবাজি নরেন্দ্র মোদি’  বই প্রকাশ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এই বইতে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মারাঠা শাসক শিবাজী মহারাজের সঙ্গে তুলনা টানা হয়েছে ।

শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস এই বই এর শিরোনাম ঘিরে আপত্তি তুলেছে । অভিযোগ, এই বইতে মারাঠা বীর শিবাজী মহারাজকে ‘অপমান’ করা হয়েছে ।  প্রকাশিত এই বই এর প্রচ্ছদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শিবাজী মহারাজের ছবি দেওয়া হয়েছে।

আর এই প্রচ্ছদ প্রকাশিত হওয়ার সঙ্গেই অভিযোগ উঠছে দেশ জুড়ে সঙ্ঘ পরিবার এবং বিজেপি গৈরিকীকরণের পথে প্রভাবিত করার লক্ষ্য নিয়ে এমন কান্ড বাঁধিয়েছে ।