অবতক খবর,১৬ ফেব্রুয়ারিঃ টেকনিক্যাল সাপোর্টের প্রতিশ্রুতি দিয়ে বিদেশি নাগরিকদের প্রতারণা। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে গ্রেফতার ১১জন। সংস্থার কর্ণধার সহ ১১জনকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের সেক্টর ফাইভের ডি এন ব্লকে উই কেয়ার সলিউশন প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা চালু করেছিল সুমিত মাঝি, হাফিজুর রহমান সরদার সহ আরও কয়েকজন। সেই কল সেন্টারের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন সহ বিভিন্ন দেশের নাগরিকদের ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল মারফত যোগাযোগ করতো। সেখানে তাদের অ্যামাজন, মাইক্রোসফট সংস্থার কাস্টমার সার্ভিস দেওয়ার প্রতিশ্রুতি দিত এরা। এই ভাবে বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকার প্রতারণা করতো এই সংস্থা। অবশেষে গতকাল রাতে সুত্র মারফত খবর পেয়ে সেক্টর ফাইভের সেই অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে সংস্থার কর্ণধার সহ ১১জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৩৫টি কম্পিউটার, ১৪টি মোবাইল, ৫টি হার্ড ডিস্ক, ৫টি আই পি ডায়লার ফোন সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।