অবতক খবর,১০ ফেব্রুয়ারি : ২০২২ সালের ডিসেম্বরে হওয়া টেট পরীক্ষার ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার পর্ষদ সভাপতি গৌতম পাল এই ফল প্রকাশ করেন। প্রাথমিক ভাবে জানানো হয়েছে প্রথম হয়েছেন বর্ধমানের কন্যা ইনা সিংহ। দ্বিতীয় স্থানে রয়েছেন পাঁচ জন। চার জনই মেয়ে। এ ছাড়া প্রথম দশের মধ্যে ১৭৭ জন রয়েছে বলে জানিয়েছেন গৌতম।

শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ২০২২ সালের টেটের ফল প্রকাশ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। সেখানেই টেটে প্রথম স্থানাধিকারীর নাম ঘোষণা করেন তিনি। একই সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা পাঁচ কন্যারও নাম জানান। গৌতম জানান, রেজাল্ট ঘোষণা হওয়ার পরই পর্ষদের ওয়েবসাইটে বাকি প্রায় ৬ লক্ষ ২০ হাজার টেট পরীক্ষার্থীও তাঁদের পরীক্ষার ফল জানতে পারবেন।

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে অশান্তির আবহেই কলকাতা হাই কোর্টের নির্দেশে ২০২২ সালের ডিসেম্বরে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটের আয়োজন হয়েছিল। পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করিয়েছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। এঁদের মধ্যে পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ২৪.৩১ শতাংশ।