অবতক খবর,১০ আগস্ট,মধ্যমগ্রাম :অবৈধ না বৈধ টোটো রাস্তায় চলছে এই নিয়ে একটা সমস্যা প্রতিনিয়ত চলছে জেলা জুড়ে। কমবেশি মধ্যমগ্রাম শহরে ১১০০ উপরে টোটো চলছে,এর পাশাপাশি চলছে উবের টোটো। দিনের পর দিন মধ্যমগ্রামের রাস্তায় টোটো সংখ্যা বেড়ে চলেছে অলিতে গলিতে টোট স্ট্যান্ড গজিয়ে উঠছে।অটোর সাথে টোটো বচসা,মারপিট লেগেই থাকে মাঝেমধ্যেই। পাশাপাশি বারাসতে টোটোর উৎপাত লাগামছাড়া।সেই পরিস্থিতি যেনো মধ্যমগ্রামে না হয় তার জন্য তাই সরকারিভাবে বৈধতা দিতে এবার শুরু হবে টোটো তে বারকোড লাগানো ইতিমধ্যে এই বিষয় নিয়ে জেলা প্রশাসন এবং আইএনটিটিইউসির সাথে একটা আলোচনা হয়।

টোটো তে বারকোডই টোটোর পরিচয় পত্র।চলতি মাসের মধ্যেই এই অভিনব উদ্যোগ নিতে চলেছে। মধ্যমগ্রামে চলতি মাস থেকেই সমস্ত বৈধ টোটোতে কিউ আর কোড বসানো হবে।মধ্যমগ্রাম INTTUC টাউন প্রেসিডেন্ট কুমারেশ চক্রবর্তী দায়িত্ব পান গত ১৫ মাস আগে,তিনি জানান, তিনি মধ্যমগ্রাম INTTUC শহর সভাপতির দায়িত্ব পাওয়ার পর উপলব্ধি করেন,এই মুহুর্তে মধ্যমগ্রামে টোটোর সংখ্যা সীমিত করা দরকার,তা না হলে মধ্যমগ্রাম বারাসত হতে বেশি সময় লাগবে না।সেই ভাবনা থেকেই কুমারেশ চক্রবর্তী পুরসভার সাথে কথা বলেন এবং এই পদ্ধতি চালু হলে বৈধ গাড়ির সংখ্যা বোঝা যাবে এর ফলে

QR কোড স্ক্যান করা হলে সেই টোটোর মালিক সহ সমস্ত বায়োডাটা এন্ট্রি করা থাকবে,সরকারি রেজিষ্ট্রেশন নম্বর থাকবে।এই কিউ আর কোড দিয়ে দেওয়ার পর,মধ্যমগ্রানে কিউ আর কোড বিহীন টোটো মধ্যমগ্রামের রাস্তায় চলতে পারবে না। এর ফলে অনেকাংশ এই রাস্তায় যানজট কম হবে কিউ আর কোড বিহীন টোট দেখলেই বোঝা এই কিউআর কোড বিষয়ে প্রশাসনিক কর্তাদের সহযোগিতা আছে বলে জানান মধ্যমগ্রাম শহর INTTUC সভাপতি কুমারেশ চক্রবর্তী।। পাশাপাশি কিউআর কোড বিষয় নিয়ে মধ্যমগ্রাম পৌরসভার পুর প্রধান নিমাই ঘোষ জানান মাস তিনেক আগে জেলাশাসকের উপস্থিতিতে বারাসত এবং মধ্যমগ্রাম শহরে যত্রতত্র টোটো অটো দৌরাত্ম্য কমাতে পথনিরাপত্তা কন্ট্রোলিং এ জেলা পুলিশ সুপার, ট্রাফিকিং অধিকর্তা, আরটিও দপ্তরের আধিকারিক, সাথে জরুরী বৈঠক বসে। উপস্থিত ছিলেন বারাসত পুরসভার পুরপ্রধান অশনী মুখোপাধ্যায় ও। যত্রতত্র বেআইনি পার্কিং রোধে যাত্রী তোলা নিয়ে ও নিষিদ্ধ করা হয়েছে আলোচনায়। মধ্যমগ্রাম শহরে এক হাজারের ওপর টোটো চলে বিভিন্ন রুটে। খুব শীঘ্রই টোটোর লাগাম টানতে কিউআর কোড স্ক্যানার লাগানো হবে। এর ফলে নতুন করে আর অন্যত্র টোটো রুটে চলবে না। শহরে কোন রুটে কোথায় গাড়ি চলছে বোঝা যাবে কিউআর কোড স্ক্যানার এর ফলে। মধ্যমগ্রাম সোদপুর রোডে রাস্তায় চওড়ার কাজ চলছে। খুব শীঘ্রই অবৈধ টোটো রিক্সা লাগাম টানতে মধ্যমগ্রাম শহরে টোটো তে কিউআর কোড ব্যবহার করা হবে বলে জানান পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ ।