অবতক খবর,১৯ ফেব্রুয়ারী : টোটোর মডেল বদল করে বানানো হলো কেতা দুরন্ত পুরনো আমলের বিলাসবহুল গাড়ি। গাড়ি আটক করলো ময়নাগুড়ি থানার পুলিশ, জানা যায় ময়নাগুড়ির এক ব্যক্তি এই গাড়িটা নিয়ে ময়নাগুড়ি শহর দিয়ে যাচ্ছিল সেই সময় চোখে পড়ে ময়নাগুড়ি থানার পুলিশের, পরে পুলিশ গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই গাড়িটি একটি টোটোর ভোল পাল্টে গাড়ি তৈরি করা হয়েছে, পুরনো দিনের বিলাসবহুল একটি গাড়িকে নকল করে।
পরে পুলিশ গাড়িটিকে আটক করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে। যদিও এই গাড়িটির কোন চালককে পাওয়া যায়নি। ময়নাগুড়ি থানার পুলিশ এই গাড়িটিকে পুলিশ হেফাজতে নিয়েছে। সূত্র মারফত জানা যায় গাড়িটি বিয়ে বাড়িতে ভাড়া এবং রিসোর্টে ভাড়া দেওয়ার জন্যই বানানো হয়েছিল।