অবতক খবর,৭ আগস্ট:ট্যাঙ্কার ধর্মঘটের ফলে তেল সংকটের আতঙ্কে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প গুলিতে সকাল থেকে তেল কেনার লম্বা লাইন। গ্রাহকদের দাবি, কবে ট্যাংকার ধর্মঘট উঠবে তা তারা জানেন না। তাই জরুরী পরিষেবা অব্যাহত রাখতে তেল সঞ্চয় করে রাখছেন। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগণার বিভিন্ন ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পগুলিতে যা তেল সঞ্চিত আছে তা দিয়ে আজ বিকেল পর্যন্ত চালানো সম্ভব। কিন্তু আগামীকাল থেকে কোন গ্রাহককে তেল দেওয়া সম্ভব হবে না ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পগুলি থেকে। হাওড়ার মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েলের পেট্রোল ও ডিজেল রিজার্ভার থেকে উত্তর ২৪ পরগণার বিস্তীর্ণ অঞ্চলে ইন্ডিয়ান অয়েলের পেট্রোলপাম্প গুলিতে জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। গত দুদিন ধরে ইন্ডিয়ান অয়েল ট্যাংকার অ্যাসোসিয়েশনের ডাকে ট্যাংকার ধর্মঘট চলায় জেলার পেট্রোল পাম্প গুলিতে ক্রমশ তেলশূন্য হতে চলেছে।