ট্রাক্টরের গান
তমাল সাহা
অযান্ত্রিক পড়েছিলুম ছোটবেলায়
সিনেমা দেখেছি,একটু বড় হয়ে।
যন্ত্রের নাকি প্রাণ থাকে
একটু একটু করে বুঝি সে সময়ে।
ড্রাইভার বিমলের চোখে দেখেছি বিষাদ
যন্ত্র হতে পারে ভালোবাসার প্রেমিকা।
তাকে সোহাগে কত যত্ন করেছে
নাম কি ছিল তার নায়িকার, যান্ত্রিকা!
ট্রাক্টর এখন কিষানের লড়াকু প্রেমিকা।
কী তার দুরন্ত গতি, ঘুরন্ত চতুর্চাকা!
খিদের ধান, মুখে গর্জিত স্লোগান
ট্রাক্টরের মাথায় ওড়ে দুর্জয় পতাকা।
ট্রাক্টর যেন ফিনিক্সের ডানা,
উড়ে যায় আগুনের পাখি।
ট্রাক্টর শুধু খেত-ই চষে না,
যুদ্ধরথও হতে পারে,জানা ছিল বাকি।
চাকা ও সড়কের ঘর্ষণ,দ্বান্দ্বিক বস্তুবাদ।
ট্রাক্টরের ঘুর্ণনে রাষ্ট্রীয় চোখরাঙানি বরবাদ।
ট্রাক্টর জীবনের গান গায়
ট্রাক্টর যুদ্ধের গান গায়
মাটি চষে, ছড়ায় বীজধান।
ট্রাক্টর আমার লড়াকু প্রেমিকা,
কাছে এসো প্রিয়তমা!
তোমাকে আলিঙ্গনে উষ্ণ হোক দেহমনপ্রাণ।