অবতক খবর,৪ এপ্রিল,মলয় দে,নদীয়া:- ঠাকুরনগর থেকে ফিরে ডঙ্কা বাজিয়ে নগরকীর্তন করে কাদা খেলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চরণ স্পর্শ করলেন মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দরা। সোমবার ঠাকুরনগর থেকে ফিরলেন শান্তিপুরের কয়েকশো মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দ, এরপরই তারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চরণ স্পর্শের জন্য পৌঁছে যান শান্তিপুর ১৪ নম্বর ওয়ার্ডের বর্তমান নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর পম্পা বিশ্বাস রাজবংশীর বাড়িতে।
জানা যায়, তার বাড়িতেই স্থাপিত রয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূর্তি, যা নিত্যদিনই হয়ে থাকে পূজার্চনা। সেখানেই ডঙ্কা বাজিয়ে নগরকীর্তন করে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চরণ স্পর্শে মেতে উঠলেন মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দ রা। তৃণমূল কাউন্সিলরের স্বামী জানান, প্রত্যেক বছরই ঠাকুরনগর থেকে ফিরে তাদের কুলো দেবতার চরণ স্পর্শের জন্য এই স্থানে কীর্তনের আয়োজন হয়, এরপর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে পূজা দেন তারা।এর পরেই চরণ স্পর্শের জন্য অপেক্ষায় থাকে ভক্তবৃন্দরা।
কাদা খেলার মাধ্যমে করে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চরণ স্পর্শ, এই প্রথা চলে আসছে বহু প্রাচীনকাল ধরে। যদিও সোমবার সকাল থেকেই মতুয়া সম্প্রদায়ের ভক্তবৃন্দরা একে একে ডঙ্কা এবং কীর্তনের দল নিয়ে পৌঁছে যান ওই স্থানে। জানা যায়, বিকেল পর্যন্ত আরম্বরের মধ্যে দিয়ে পালিত হবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চরণ স্পর্শের বিশেষ অনুষ্ঠান। যদিও সারাদিনই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভোগ নিবেদন থেকে শুরু করে পূজার্চনা সবটাই করেন তৃণমূল কাউন্সিলর পম্পা বিশ্বাস রাজবংশী নিজের হাতেই।