অবতক খবর :: উত্তর দিনাজপুর ::    ডক্টরস ডে উপলক্ষে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের সংবর্ধনা জানালো চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই বিশেষ দিনটিতে চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে চিকিৎসকদের হাতে ফুল তুলে দিয়ে সংবর্ধনা জানান চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নাথু ঘোষ। পাশাপাশি চিকিৎসকদের মিষ্টিমুখও করানো হয় এদিন।

তিনি বলেন, যারা এই সংকটের মুহূর্তে করোনা যুদ্ধে যোদ্ধা হিসেবে কাজ করছেন তাদের মধ্যে চিকিৎসকরা অন্যতম ।তাই চিকিৎসক দিবসের দিন সম্মাননা জানানো হলো চিকিৎসকদের। চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ডাঃ রাহুল সরকার জানান, এই মুহূর্তে আমরা সবার সুস্থতা প্রার্থনা করছি। যাতে আমাদের কাছে কাউকে না আসতে হয়।