শুধু আক্রমণ আর আক্রমণ
সবাই দেখায় মানুষের উপর বিক্রম—
ইলেকট্রন, নিউট্রন, প্রোটন
করোনা, ওমিক্রন আর?
রাজ সিংহাসন!!

ডাউন ডাউন লকডাউন
তমাল সাহা

রাস্তায় করোনা ঘোরে
তুমি থাকো ঘরে–
পড়েছ রাজ খপ্পরে!

লকডাউন মানে নিচে তালা,
উপরে খোলা,
এ এক মহারাষ্ট্রীয় খেলা!

সবকিছুই কায়দা করে মুক্ত
রাত দশটা পর্যন্ত—
কামাইবাজির রাস্তাও অনন্ত!

হায়! তুমি কি এও জানো না
কামাইবাজির হয়না করোনা!

খোলা বার রেস্তোরাঁ শপ শপিং মল
তুমি কি বোঝোনা কিছু!
তুমি মানুষ না পাগল?

রাত দশটা থেকে ভোর পাঁচটা–
শুধু করোনা থাকে রাস্তায়।
চোর পুলিশের মহব্বত বেড়ে যায়!

কার্যত সবই খোলা—
শুধু হকারের পেটের দানাপানি
যোগানো মুশকিল।
নেতা মন্ত্রী সবাই ঠিক আছে
শুধু তাদের রোজগারে খিল।

আর স্কুল-কলেজ সব বন্ধ
গেটে দরোজায় ধরুক জং।
কি হবে আর শিক্ষায়
মাথানিচু করে থাকো, সাজো সঙ্
ভাণ্ডার-শ্রী নিয়ে মাতো
বিকাশের বাটি হাতে রাস্তায়।
ভেঙে দাও শিক্ষার ভিত–
সিনেমায় বলে গেছে সত্যজিৎ।

শোনো! কান খুলে শোনো!
ভোটের করোনা হয়না কখনো।
মিটিং-মিছিল মাইকের কারবার–
সেসবে আছে কৌশলী ছাড়।

রাষ্ট্র যা বোঝাচ্ছে তাই করো পছন্দ।
এতো ক’রে বলছি, তুমি শালা নির্বোধ!
কানে শুনেও শোনোনা, এ কেমন অন্ধ!

আমি বলি, রাষ্ট্রের কথায় দিও নাকো কান।
সত্যজিৎ বলে, কি বলে?
দড়ি ধরে মারো টান / রাজা হবে খান খান।