নয় অক্টোবর বিশ্ব ডাক দিবস এবং দশ অক্টোবর জাতীয় ডাক দিবস

ডাকবাক্স
তমাল সাহা

যখন এই ছবি দেখি
তখন কত কি মনে পড়ে!
মনে পড়াতেও একটা সুখ থাকে।
সেই সুখ অনুভব করি এখন
যখন জীবনে দীর্ঘ প্রলম্বিত ছায়া পড়ে।

চিঠি লিখতাম কলমে,
কালিতে কত সুন্দর করে অক্ষর সাজাতাম।
সেও লিখতো চিঠি অতি যত্ন করে।
দুজনাই দুজনার চিঠির অপেক্ষা করতাম।

অপেক্ষা আর প্রতীক্ষার মধ্যে পার্থক্য কী
তখনই জানতে শিখি, সে কথা শুধু হৃদয় জানে।
এসব গোপন কথা খুলে বললে গুরুত্ব হারায়,
রহস্য থাকাই ভালো এর অন্তর্নিহিত মানে।

হায়, ডাকবাক্সও বুঝি এখন কেঁদে যায়!
কত মানুষের দুঃখ বিষাদ আনন্দের চিঠি জমা‌ রাখাই ছিল তার কর্তব্য ও দায়।

এখন বিকেলে নদীর তীর ধরে হাঁটি…
সূর্য ডুবে যায়
জলস্রোতে তার কাঁপা কাঁপা ছায়া পড়ে
আসল পোস্ট অফিস থেকে পোস্টমাস্টার নিজের হাতে আমাকে সেই চিঠি পাঠাবে কবে!