অবতক খবর :: শিলিগুড়ি ::    ডাবগ্রাম ফুলবাড়িতে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মলয় চক্রবর্তীর সহায়তায় আজ সেখানকার দুস্থদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি ফুলবাড়ি এক এবং দুই এর মানুষের হাতে জরুরী সামগ্রীও প্রদান করেন।