অবতক খবর , উত্তর দিনাজপুর :     কবে শুরু হবে ডালখোলা বাইপাস। এই প্রশ্নের উত্তর পেতে আগ্রহে অপেক্ষারত ডালখোলা সহ গোটা উত্তরবঙ্গের মানুষ। ঘন্টার পর ঘন্টা ডালখোলার জ্যামে আটকে থাকার নরক যন্ত্রনা থেকে কবে মুক্তি পাওয়া যাবে। সেই দিনের অপেক্ষায় প্রহর গুনছেন তারা।

ডালখোলা মূলত ব্যবসাকেন্দ্রীক শহর। সারাবছর ডালখোলা ৩৪নং জাতীয় সড়কের লেগে থাকা এই যানজটের ব্যবসারও বহু ক্ষতি হচ্ছে বলে জানান ডালখোলার ব্যাবসায়ীদের একাংশ। যানজটের কারণে বাইরে শহর বা গ্রাম থেকে লোক ব্যবসার কাজে ডালখোলা আসতে অনীহা প্রকাশ করছেন। ফলে ব্যবসা মার খাচ্ছে। তাই খুব তাড়িতড়ি চলু হোক বাইপাস এইদাবি তুলছেন তারা।

প্রতিদিন হয়রানির শিকার হয়েছেন বাস,লরি চালক ,বাস যাত্রী থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষ। বাইপাসের কাজ শেষের সময়সীমা বহু আগে পার হয়ে গেলেও এখনো অবধি ৬০% কাজ সম্পর্ণ করতে পড়েছে নির্মাণ সংস্থা। কাজ খুব ধীর গতিতে চলার অভিযোগও উঠছে বহু ক্ষেত্রে।