অবতক খবর,৬ জুলাইঃ ডাস্টার দিয়ে মেরে ছাত্রের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে,থানায় অভিযোগ দায়ের।শিক্ষকের শাস্তির দাবীতে সরব অভিভাবকরা।।ঘটনা উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলে।

বুধবার উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে চতুর্থ শ্রেণীর ক্লাস চলাকালীন কয়েকজন ছাত্র বেঞ্চের উপর লাফালাফি করছিল।সোমনাথ রায় নামে এক ছাত্র শিক্ষক আশিষ আদককে সে বিষয়ে বলতে গেলে শিক্ষক ওই ছাত্রকেই ডাস্টার দিয়ে মেরে নাক ফাটিয়ে দেন বলে অভিযোগ।ছাত্রের কলার ধরে টানতে টানতে ক্লাসের বাইরে নিয়ে যেতে থাকেন,সেই সময় ছাত্রের নাক দিয়ে রক্ত পড়তে দেখে, অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা ছাত্রকে উদ্ধার করেন।উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছাত্রকে।খবর দেওয়া হয় তার বাড়িতে।ছাত্রের মা শেফালী রায় উত্তরপাড়া থানায় অভিযোগ করেন শিক্ষককের বিরুদ্ধে।

আজ স্কুলে অভিভাবকরা জড়ো হন।শিক্ষকের শাস্তির দাবি করেন তারা।অভিভাবকদের নিয়ে স্কুল পরিচালন সমিতি এবং প্রধান শিক্ষক মিটিং করেন।তাদের সই সংগ্রহ করা হয়।স্কুল পরিচালন সমিতির সভাপতি স্থানীয় কাউন্সিলর উৎপলাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন,এই শিক্ষকের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে। আমরা গতকাল রাতে বিষয়টি জানতে পারি।আজকে অভিভাবকদের নিয়ে বৈঠক হয়েছে।তাদের দাবি আমরা এসআই এর কাছে পৌঁছে দেব।

স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত ভট্টাচার্য বলেন,ছাত্রকে যেভাবে মারধর করা হয়েছে সেটা ঠিক হয়নি।আমরা দেখতে পেয়েই হাসপাতালে নিয়ে যাই চিকিৎসার জন্য।শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা আমি বলতে পারব না। তবে এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। একেবারেই ছোট শিশু এই ছাত্ররা।তাদের ভালোবেসে পড়াতে হবে।হয়তো বড় স্কুল, ছাত্র সংখ্যা বেশি তবুও নিজেদের আর একটু দায়িত্বশীল হতে হবে।

ঘটনার পর আজ আর স্কুলে আসেননি অভিযুক্ত শিক্ষক।