একটি পুরানো লেখা

আসামের গোয়ালপাড়া মাটিয়ায় পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প। কারা থাকবে? নাগরিক পঞ্জীবিহীন তিন হাজার মানুষ। এমন আরও দশটি ডিটেনশন ক্যাম্প তৈরি হবে বড়পেটা, ডিমা, হাসাও, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, নগাঁও, নলবাড়ি, শিবসাগর, শনিতপুর। ব্যয় হবে এক হাজার কোটি টাকা।

ডিটেনশন ক্যাম্প
তমাল সাহা

নিজভূমে পরবাস কাকে বলে
তুমি কি জানো?
তবে তুমি তোমার স্বদেশকে
তার সাক্ষী মানো।

কনসেনট্রেশান ক্যাম্প তুমি শুনেছো
সে তো হিটলারের রাজত্বকাল।
তার দৃষ্টান্ত ভারতবর্ষ! তুমিও দ্যাখো
এখানে এখন গেরুয়া সকাল।

একদম হুবহু নকল করা ভালো নয়
এটি হচ্ছে ডিটেনশন শিবির।
প্রমাণ করে ভারতবর্ষ আমার!
সেও ফ্যাসিবাদী বীর।

হাওয়া কোথাকার নাগরিক?
আকাশের নাগরিকত্ব কোথায়?
চন্দ্র সূর্যের আছে কি আধার পরিচয়?
সে তো নিশ্চয়ই নয়।

দেখি কত হিম্মত তোমার
ওদের ডিটেনশন ক্যাম্পে ভরো।
দেখি আলো বাতাস বন্দি করে
কতদিন তুমি থাকতে পারো!

অসমের গোয়ালপাড়া মাটিয়া—
দেশের বৃহত্তম বন্দিশালা।
উনিশ লাখ মানুষ যদি ফুঁসে
ওঠে ক্রোধে
এ ক্ষুব্ধ জনতরঙ্গ কে রোধে!

তারাই কব্জির জোরে ভাঙবে তালা!