অবতক খবর,১৮ সেপ্টেম্বর,বাঁকুড়াঃ- দীর্ঘ চার বছর অসমের গোয়ালপাড়া ডিটেনশান ক্যাম্পে বন্দীদশা কাটিয়ে বিষ্ণুপুরের রাধানগরের বাড়িতে ফেরা গঙ্গাধর প্রামানিকের সঙ্গে দেখা করলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি, বিধায়ক অলোক মুখার্জী, দলের যুব সভাপতি সুব্রত দত্ত বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ সহ অন্যান্যরা। এদিন ঐ যুবকের বাড়িতে গিয়ে অর্থিক সাহায্য, রেশন সামগ্রী প্রদান, পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশ পূত্তলিকা দাহ করেন তৃণমূল নেতা কর্মীরা।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি, বিধায়ক অলোক মুখার্জী প্রধানমন্ত্রীকে ‘হিংস্র’ আখ্যা দিয়ে বলেন, মমতাদির নির্দেশে একটি এন.জি.ও গঙ্গাধরকে অসমের ডিটেনশান ক্যাম্প থেকে নিয়ে এসেছে। বাড়ি, ঘর, চাকরী, স্বাস্থ্য সব পরিষেবা নিয়ে তারা এই যুবকের পাশে থাকবেন বলে তিনি জানান।
তৃণমূলের যুব সভাপতি কেন্দ্রীয় সরকারকে ‘চ্যালেঞ্জ’ করে বলেন, গঙ্গাধর প্রামানিক ভারতীয় নাগরিক নন, প্রমাণ দিন। আর এর বিরুদ্ধে তারা আইনের পথেই যাবেন বলেও হুঁশিয়ারী দেন তিনি।