অবতক খবর সংবাদদাতা, হুগলি :: অবশেষে ডি আই নির্দেশ অনুযায়ী পান্ডুয়া রাধারাণী স্কুলের মেয়েরা পেলো ট্রান্সফার সার্টিফিকেট। বিগত কয়েক মাস ধরে পান্ডুয়া রাধারাণী স্কুল ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া নিয়ে শিক্ষিকা ও ছাত্রীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায় ।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন পান্ডুয়া বিডিও সহ হুগলি জেলা পরিদর্শক নজরুল হক সিপাহী। সার্টিফিকেট না পাওয়ায় তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল সকলে। ডি আই সকলকে আশ্বাস দিয়েছিলেন তিনি নিজ দায়িত্বে নিয়ে সকলের সার্টিফিকেট ব্যবস্থা করে দেবেন ।
এদিন ডি আই এর নির্দেশ মতো পান্ডুয়া বিডিও অফিস থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রীদের ট্রানস্ফার সার্টিফিকেট দেওয়া হলো। যদিও সকলকে সার্টিফিকেট দিতে না পারলেও যাদের বাকি থেকে গেলো তাদের ডিটেলস নিয়ে নেন বিডিওর তরফ থেকে। তাদের পরে একদিন ডেকে বাকি সার্টিফিকেটও দিয়ে দেওয়া হবে বলে জানা যায়। সার্টিফিকেট পেয়ে খুশী ছাত্রী থেকে অভিভাবকরা সকলে ।