অবতক খবর,ডুয়ার্স,১৯আগস্ট:চা বাগান ও প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরাটোপে থাকা ডুয়ার্সকে সর্বদা সতেজ, প্রানবন্ত ও সবুজ রাখার বার্তা দিতে এবং ডুয়ার্সের মানুষকে স্বাস্থ্য সচেতন করতে মালবাজার শহরের এই সাইকেল র‍্যালি সোনগাছি চা বাগান, চালসা, মঙ্গলবাড়ি হয়ে মুর্তি নদী পর্যন্ত যায় এবং দীর্ঘ ৪০ কিমি পথ পারি দিয়ে তা আবার মালবাজার শহরে ফিরে আসে।

এই সাইকেল র‍্যালিতে ডামডিম, ওদলাবাড়ি ও মালবাজার থেকে যুবক যুবতীরা অংশ গ্রহণ করেন।

“শরীরকে সুস্থ সবল রাখতে সাইকিলিং এক অন্যতম ব্যায়াম।দৈনন্দিন সাধারণ কাজ সাইকেলে করলে শরীর ভালো থাকে। পাশাপাশি পরিবেশকে দূষণের হাত থেকেও রক্ষা করা যায়। আমরা এই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”

সংস্থার কোঅর্ডিনেটর স্বরূপ মিত্র বলেন,”ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য ও সতেজতাকে স্থিতিশীল রাখার বার্তা নিয়েই আজকে আমাদের এই সাইকেল র‍্যালি করা হয়েছে। আমরা প্রতিদিনই সাইকিলিং করি। আজ আমাদের চলার রাস্তায় প্রতি মুহুর্তে
মানুষকে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়েছি। আজ আমরা মালবাজার থেকে যাত্রা শুরু করি। আমাদের সাথে ডামডিম ও ওদলাবাড়ির যুবক যুবতীরাও যোগ দেয়। আমরা মুর্তি নদী পর্যন্ত যাই। সেখানে আমাদের সাথে যোগ দেয় ভারতীয় স্কাউট এন্ড গাইডের জলপাইগুড়ির সদস্যরা। আমরা সেখানে জাতীয় পতাকা উত্তোলন করি এবং পুনরায় মালবাজার শহরে ফিরে আসি।”