নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : মালবাজার : ১৩ মে :     ডুয়ার্সের মালবাজার ব্লকের ওদলাবাড়ি গ্রামপঞ্চায়েতের মানাবাড়ি চাবাগান থেকে বন দপ্তরের তরফে পাতা খাঁচায় আবারও আটক হলো চিতাবাঘ। বাগানের দুই নাম্বার সেকসনে খাঁচায় বন্দী হয় পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘটি ।

এদিন শ্রমিকেরা কাজে যাবার সময় চিতাবাঘ টিকে খাঁচায় বন্দী অবস্থায় দেখে চাবাগান কর্তৃপক্ষকে খবর দেয়। এরপরই খবর দেওয়া হয় মালবাজার বন দপ্তরকে। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে চিতাবাঘ টিকে উদ্ধার করে লাটাগুড়ির এন আই সি তে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে গরুমারা জঙ্গলে ছেরে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। চাবাগান থেকে চিতাবাঘ ধরা পড়ায় খুশি বাগানের চা শ্রমিকেরা।