অবতক খবর , সম্পা ভট্টাচার্য, মালবাজার :- “আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ডুয়ার্সে বিমল গুরুং-কে কোনমতেই ঢুকতে দেওয়া হবে না অথবা সভা করতেও দেওয়া হবে না ।
যদি জোর করে সভা করতে আসে তাহলে ফের ডুয়ার্সে আগুন জ্বলবে।” শনিবার বিকেলে নাগরাকাটা আদিবাসী সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে একটি জরুরি সভা করে এই হুঙ্কার দিলেন ভারতীয় মূল নিবাসী আদিবাসি বিকাশ পরিষদের নেতা রাজেশ লাকরা।
তিনি আরও বলেন বিমল গুরুং যদি সভা করতে আসে তাহলে বনধ ডেকে ডুয়ার্স স্তব্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য, শুক্রবার মাল ব্লকের ওদলাবাড়িতে মোর্চা সুপ্রিমো বিমল গুরুং একটি মৈত্রী সভা করে সেখানে মাল বিধানসভার প্রার্থী হিসেবে সোনম লামার নাম ঘোষনা করেন।
এমনকি তিনি পিকের টিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই নাম পাঠিয়েছেন বলে জানান। এই খবর ছড়িয়ে পড়তেই এদিন রাজেশ তীব্র বিরোধিতা করে নাগরাকাটায় সভা করেন।
সভা শেষে সাংবাদিক বৈঠক করে বলেন, ডুয়ার্সে মোর্চা সুপ্রিমোকে কোনমতেই ঢুকতে দেওয়া হবেনা বলে জানান। এদিনের এই সভাতে যেভাবে বিকাশ পরিষদ বিরোধিতা করে, তাতে ফের যে ডুয়ার্স অশান্ত হয়ে উঠবে তা আশঙ্কা করছে রাজনৈতিক মহল ।