অবতক খবর,নিজেস্ব প্রতিবেদন,৩ নভেম্বর : ডেঙ্গি নিয়ে কলকাতায় বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। এক বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দাবি।ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে পুরসভা অভিযানে শামিল হয় বিজেপির যুব মোর্চা।ডেঙ্গি নিয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে স্মারকলিপি জমা দিতে চেয়েছিল বিজেপির যুব মোর্চা। কিন্তু যোগাযোগ ভবনের সামনে তাঁদের মিছিল আটকে দেয় পুলিশ।বিজেপির বিক্ষোভ কর্মসূচির জেরে ধর্মতলামুখী রাস্তা অবরুদ্ধ হয়ে যায়।তাঁদের উঠে যেতে অনুরোধ করা হয় পুলিশের তরফে।কিন্তু পুলিশের অনুরোধ কর্ণপাত করেননি বিজেপি কর্মীরা। শেষে ‘বলপূর্বক’ বিজেপি কর্মীদের অবস্থান তোলে পুলিশ। বিজেপির এক কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি কর্মীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে।