অবতাক খবর সংবাদদাতা :: ডোমকল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বঘারপুর রমনা গ্রামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে। তিন নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজার শাহের বিরুদ্ধে অভিযোগ আনেন। ডোমকল পৌরসভা গঠনের পর থেকেই সেলিম রেজা শাহ এই তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন। রমনা গ্রামের 17 টি পরিবার এখনো পর্যন্ত আবাস যোজনার কোন রকম সুযোগ-সুবিধা পাননি। তাদেরকে ঘর দেওয়ার নামে কারে কারোর কাছে 30 হাজার তো কারোর কাছে 50 হাজার এই ভাবে টাকা নিয়েছেন এমনটাই অভিযোগ এলাকাব মানুুুহের । তাই তারা বিক্ষোভ দেখান।

অভিযোগ যে ওই 17 টি পরিবারকে ঘর দেওয়া হবে এমনটা জানিয়ে প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত সেই কোপরিবারগুলি কোনো ঘর বা তার টাকা একাউন্টে এসে পৌঁছায়নি ।এলাকার মানুষের আর অভিযোগ যে কাউন্সিলর বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে প্রায় 23 লাখ কুড়ি হাজার টাকা আত্মসাত করেছেন ।

অন্য দিকে কাউন্সিলর সেলিম রেজা শাহ কে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি সমস্ত অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি আরো জানান যে এসব সম্পূর্ণ বিজেপি দলের কারসাজি তাকে এবং দলকে বদনাম করার জন্য এসব  রটিয়ে বেরুচ্ছে।

কিন্তু পাল্টা প্রশ্নের করলে যে বিজেপির পক্ষ থেকে কোনো রকম অভিযোগ করা হচ্ছে না বরং শাসক দলেরই সকলে ওনার উপর অভিযোগ আনছেন বলতে গেলে উনি জানান আগামী দিনে বদনামকারীরা বিজেপিতে যোগদান করবে। এইভাবে পুরোপুরি অভিযোগটি কে গুরুত্বহীন এবং ভিত্তিহীন বলে এড়িয়ে গেলেন। জানালেন তিনি কোনরকম কাটমানি নেননি কারোর কাছ থেকে।