অবতক খবর,৩০ নভেম্বরঃ বুধবার দুপুর ২ টা নাগাদ ডোমজুড় থানার অন্তর্গত লক্ষনপুর এলাকার একটি তুলোর কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । দাউ দাউ করে জ্বলে ওঠে তুলোর কারখানা। তুলোর মতো দাহ্য কাঁচামালে ঠাসা ওই কারখানায় আগুন লাগার সাথে সাথেই দ্রুত তা ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে বলেই মনে করা হচ্ছে। এরপরই গোটা কারখানাটি দাউ দাউ করে জ্বলতে থাকে। অনেক দূর থেকেও কালো ধোঁয়া আর লেলিয়ান শিখা দেখতে পান স্থানীয়রা।আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে আসে পাশের কারখানা থেকেও লোকেরা বাইরে বেরিয়ে আসে। স্থানীয়রাই প্রথমে ওই আগুন নেভানোর কাজে হাত লাগান। স্থানীয় বাসিন্দারা দমকলকে আগুন লাগার ঘটনার কথা জানালে প্রথমে দমকলের দুটো ইঞ্জিন এসে আগুন নেবাবার চেষ্টা চালায়।
তবে আগুনের তীব্রতা ব্যাপকতা বেশি থাকার জন্য আরো দুটো দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আনা হচ্ছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক ভাবে দমকল সূত্রে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে যদিও সম্পূর্ণ তদন্ত না হলে তা নিশ্চিতভাবে জানানো সম্ভব নয় বলেই দমকল সূত্রে খবর। কারখানার একাংশ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। দীর্ঘক্ষন চেষ্টা করার পর এখনও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি বলেই জানা যাচ্ছে। যদিও আগুনের ঘটনায় কোনো হতাহতের কোন খবর নেই। যদিও আগুনে ক্ষতির পরিমান এখনও জানা সম্ভব হয় নি।