অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়িতে কড়া হচ্ছে পুলিশ, বেয়ারা মানুষকে শাস্তি দিতে ড্রোন উড়িয়ে নজরদারী করছে শিলিগুড়ি পুলিশ।শিলিগুড়ির বিভিন্ন এলাকায় জায়গায় জায়গাতে পুলিশের টহল দেওয়া সম্ভব হচ্ছে না,কোথায় কে দোকান খুলে রাখছে,কোথায় জটলার সৃষ্টি হয়েছে তা দেখবার জন্য কড়া নজর রাখছে পুলিশ।
এই কাজ একসাথে সফলভাবে করবার জন্য শিলিগুড়ি এবং প্রধাননগর থানা এছারাও ভক্তিনগর থানা একসাথে মিলে কাজ করছে।শিলিগুড়ির বিভিন্ন এলাকায় আনাচে কানাচে তে প্রচুর দোকান খোলা রাখছে মানুষ।এই খবর গেছে পুলিশের কাছে,কোথায় কে দোকান খুলছে এবং কোথায় কে নিয়ম মানছে না তার দিকে নজর রাখছে পুলিশ।এই কাজ সফল করতে ড্রোনের সাহায্য নিচ্ছে পুলিশ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় চলছে নজরদারি কিন্তুু কলকাতার পরে শিলিগুড়ি হল দ্বিতীয় জায়গা যেখানে ড্রোনের সাহায্যে কাজ চলছে।