অবতক খবর :: শিলিগুড়ি ::   তটস্থ শিলিগুড়ি। আজ শিলিগুড়ি মহকুমাতে মোট সাতজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে,তাদের মধ্যে ৫জন ডেবীডাঙ্গা এবং ২জন শক্তিগড়ের। শক্তিগড়ের মা এবং সন্তান দুজনের শরীরেই করোনা পজিটিভ পাওয়া গেছে।তবে তাদের বাইরে যাওয়ার কোন ইতিহাস নেই। তা হলেও কিভাবে তাদের শরীরে করোনা পজিটিভ এলো তা নিয়ে অবাক হচ্ছেন তারা।

অন্যদিকে একই পরিবারের মোট ৫জনের শরীরে করোনা ভাইরাসের লক্ষন পাওয়া গেছে দেবীডাঙ্গাতে। তাদেরও বর্হিজগতের সাথে কোন যোগাযোগ নেই। কিভাবে এই রোগ ছড়াচ্ছে তা নিয়ে যথেষ্ট আতঙ্কে স্থানীয় মানুষ। এদিকে গতকাল শিলিগুড়ির আটত্রিশ নং ওয়ার্ডে এক ব্যক্তির করোনা ধরা পড়ার পরে ওই ব্যক্তির আশেপাশের রাস্তা সিল করে দেয় প্রশাসন। ওই এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করে দেয় প্রশাসন। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে বলে জানিয়ে দেয় প্রশাসন।