অবতক খবর , সৌম্যজিৎ চট্টোপাধ্যায় , মহিষাদল :- প্রায় মাসদুয়েক আগে মহিষাদলের ইটামগরা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা কাঁপের বিরুদ্ধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়া, ঘুর্নিঝড়ে ক্ষতিপুরন,পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে। দলিয় জেলা নেতৃত্তর নির্দেশে , তাকে প্রধানের পদ থেকে সরিয়ে ৬মাসের জন্য ছুটিতে পাঠানো হয়। মহিষাদলের বিডিওর কাছে তিনি সেই আবেদন করে ছুটিতেই আছেন। শম্পা কাঁপকে সরিয়ে প্রধানের দায়িত্ব দেওয়া হয় ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামকৃষ্ণ দাসকে। সেই রামকৃষ্ণ দাস রবিবার প্রাক্তন প্রধান শম্পা কাঁপের বুথে গিয়ে পথসভা করে, পুনরায় শম্পা কাঁপের দূর্নীতি নিয়ে সরব হন। রামকৃষ্ণ দাসের সেই বক্তব্য ইতিমদ্ধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা নিয়ে প্রকাশ্যে চলে আসে রাজ্যের শাদকদলের গোষ্ঠীকোন্দল।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত শম্পা কাঁপ। আর এই ই্যসুতে তৃনমুলকে বিঁধেছে বিজেপি। তাদের বক্তব্য এটা শাসকদলের গোষ্ঠীকোন্দল ছাড়া আর কিছুই নয়। তবে মহিষাদল ব্লক নেতৃত্ব সেই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, দলের স্বচ্ছ ভাবমূর্তির ফেরানোর লক্ষ্যে কোনো দূর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। প্রধানের বিরুদ্ধ্যে নানান অভিযোগ সামনে এসেছে আমরা তদন্ত করছি।