অবতক খবর ,মুম্বইঃ আন্তজার্তিক বাজারে অপরিশোধিত তেলের বাজার এখন তলানিতে পৌছেছে। আর নরেন্দ্র মোদি সরকার তেলের দাম না কমিয়ে অপরিশোধিত তেলে্র ওপড়েই শুল্ক চাপাল। দেশের রাজকোষ বাড়ানোর জন্য চাপিয়ে দেওয়া হল শুল্কের বোঝা। পেট্রোল-ডিজেলেওর প্রতি লিটারে বাড়তি শুল্ক বেড়ে দাঁড়ালো ৩ টাকা।
এছাড়াও পেট্রোলে বিশেষ শুল্ক চাপল ২-৮ টাকা, ডিজেলে বিশেষ শুল্ক চাপল ৪ টাকা। পেট্রোলে অতিরিক্ত রোড সেস চাপানো হল ১ টাকা। সারা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩৩ ডলার করে।