অবতক খবর,২৫ আগস্ট,মালদা: মালদহের রতুয়া পরানপুরে মতিলাল তলোয়ারিয়া নামাঙ্কিত ঘোষালের উদ্বোধনী পূজা অনুষ্ঠিত হল। তার পাশাপাশি পরানপুর সার্বজনীন দুর্গা মন্দির নবরূপে নির্মাণের ভিত্তি পূজা অনুষ্ঠিত হয়। এই মর্মে এদিন এক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ এবং প্রসাদ বিতরণ ও।
জানা যায়, আজ থেকে প্রায় ১৭০ বছর আগে রাজস্থান থেকে এই দুর্গামন্দিরে এসে বসবাস শুরু করেছিলেন মতিলাল তলোয়ারিয়া। মায়ের আশীর্বাদে একসময় সমাজে প্রতিষ্ঠিত হয়ে মন্দির লাগৈয়া জায়গায় ক্রয় করেছিলেন তিনি। সেই ৪৪ শতক জায়গা আজ মায়ের মন্দির নির্মাণ এবং গোশালা তৈরীর জন্য দান করেন তার উত্তরাধিকারীরা বলে জানা যায়।