অবতক খবর :: নদীয়া :: ত্রৈমাসিক নয় প্রতি মাসে রিডিং নিয়ে বিদ্যুৎ বিল পাঠানো। নতুন কানেকশন এবং ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে হয়রানি বন্ধ করা, বিদ্যুৎ চালিত না হওয়া সত্ত্বেও বিদ্যুৎ বিল কমার্শিয়াল থেকে ডোমেস্টিক করা, এবং লকডাউন চলাকালীন তাঁত শ্রমিকদের ছয় মাসের বিদ্যুৎ বিল মুকুব করার দাবিতে আজ নদীয়া শান্তিপুর ডাকঘর মোড়ে অবস্থিত বিদ্যুৎ পরিষেবা কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় ।
উপস্থিত ছিলেন সি আই টি ইউ নদীয়া জেলা কমিটির মেম্বার সৌমেন মাহাতো,নদীয়া জেলা তাঁত শ্রমিক ইউনিয়ন শান্তিপুর শহর কমিটির সম্পাদক অদ্বৈত দাস, সিআইটি ইউ শহর কমিটির নেতৃত্ব বিদ্যুৎ দাস সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব।
দীর্ঘ দুঘন্টা বিক্ষোভের পর লিখিত আকারে একটি ডেপুটেশন দেওয়া হয় অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার গৌরাঙ্গ দে র নিকট।