অবতক খবর,১২ ফেব্রুয়ারি: মদন মিত্রের গতকালের বক্তব্যের প্রেক্ষিতে কড়া ব্যবস্থা নিচ্ছে দল, এমনকী শো-কজও করা হচ্ছে মদন মিত্রকে । এই প্রেক্ষিতে এদিন সাফ বার্তা জানিয়ে দিলেন কামারহাটির বিধায়ক। দলের প্রতি আনুগত্য রেখেই তৃণমূল নেতা বলেন, তাঁকে তাড়ালেও তিনি দল ছাড়বেন না, প্রয়োজনে সিনেমায় চলে যাবেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও নিজের মতামত জানিয়ে দেন তিনি।

কী বলেছেন তৃণমূল নেতা?  

  • ‘আমি কোনও অন্যায় করিনি, পাপ করিনি’
  • ‘দল শোকজ করলে উত্তর দেব’
  • ‘মানুষ যদি বলে অন্যায় করেছি, তাহলে ক্ষমা চাইব’
  • ‘বলছে অভিষেক পদত্যাগ করবে, অভিষেকের পাপ কী ?’
  • ‘আমার হৃদয়ে অভিষেক, নয়নে মমতা’
  • ‘তাড়ালে তৃণমূল ছাড়ব না, সিনেমায় চলে যাব’
  • ‘এক ব্যক্তি এক পদ শুনেছি’
  • ‘এই নীতি সবাই মেনে চলছেন’
  • ‘আমি অভিষেক অনুগামী নই’
  • ‘রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করল কটুকথা বলল কল্যাণ’
  • ‘অভিষেক আমার ছোট ভাইয়ের মতো, কোলে নিয়ে ঘুরতাম’
  • ‘মমতা যদি বলেন এক ব্যক্তি সব পদ, তাই মেনে নেব’
  • ‘তার আগে প্রমাণ দিতে হবে আমার জন্য কটা ভোট নষ্ট হয়েছে ?’
  • ‘সৌগত রায় প্রকাশ্যে আইপ্যাক নিয়ে বলেছেন, আমি বলিনি’

পাশাপাশি তিনি এও বলেন, “আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। প্রমাণ করতে হবে আমি নির্বাচনের টাকা চুরি করেছি। আমি এক ব্যক্তি এক পদে বিশ্বাস করি না। আমাকে তাড়িয়ে দিতেই পারে।”

প্রসঙ্গত, গতকাল সকালে বিস্ফোরক মন্তব্যের পর রাতেই ক্ষমা চেয়ে নেন মদন মিত্র । ফেসবুক লাইভে  বললেন, তিনি লজ্জিত। প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে টানলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনা। ফেসবুক লাইভে এসে গতকাল রাতে মদন মিত্র বলেন, ‘সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেন, পৃথিবীতে আমার কাছে সবথেকে সুন্দর ও পবিত্র কে।  তারপরের নাম বলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই আমার মুখ থেকে বেরিয়ে গেছে কেউ মোটা, কেউ গোটা, কেউ সোঁটা। দয়া করে আমি আমার সমস্ত নেতৃত্বের কাছে করজোরে ক্ষমা চাইছি। মদন মিত্র কেন মুখ দিয়ে বাজে ভাষা বের করবে! আমি লজ্জিত।’ এদিন ফেসবুক লাইভে এসে মদন মিত্র জানান যে তাঁর বাড়ি থেকেও তাঁকে ‘ভর্ৎসনা’ করা হয়েছে। তিনি বলেন, ‘বাড়ি থেকে আমাকে বলেছে আমার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।’